মোবাইল ফোন কিনতে গেলে আমরা ক্যামেরা কত মেগাপিক্সেলের, ইন্টারনাল মেমরি কত জিবি বা ব্যাটারি ব্যাকআপ কত ঘণ্টা তা জেনে নেই। কিন্তু ফোনের এমন অনেক গুরুত্বপূর্ণ ফিচার থাকে, যে গুলি নিয়ে আমরা চিন্তাভাবনা করি না বললেই চলে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেডিয়েশন লেভেল।
ফোনের মধ্যে থাকা ট্রান্সমিটিং ডিভাইস থেকে সব সময় অদৃশ্য রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ নির্গত হয়। সেই তরঙ্গ নিঃসরণের হার একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমাদের শরীরের তেমন ক্ষতি করে না। কিন্তু এই রেডিয়েশন লেভেল প্রতি কিলোগ্রামে ১.৬ ওয়াটের বেশি হলে মানবদেহে মারাত্বক প্রবাব পড়ে।
সেকারণে মোবাইল ফোনে রেডিয়েশনের মাত্রাটা নিরাপদ কিনা সেটা জানাটাও কিন্তু জরুরি। ফোনের রেডিয়েশনের পরিমাপ করা হয় ‘এসএআর ভ্যালু’ দিয়ে। প্রতিটি মোবাইল ফোনের ইউজার ম্যানুয়ালে ফোনের এসএআর ভ্যালু উল্লেখ করে থাকে।
এছাড়াও স্মার্টফোনের মাধ্যমেও এই রেডিয়েশন লেভেল জানা যায়, এজন্য ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#07# টাইপ করুন। তাহলেই আপনার স্ক্রিনে ফুটে উঠবে আপনার ফোনের রেডিয়েশনের মাত্রা।
এছাড়াও স্মার্টফোনের মাধ্যমেও এই রেডিয়েশন লেভেল জানা যায়, এজন্য ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#07# টাইপ করুন। তাহলেই আপনার স্ক্রিনে ফুটে উঠবে আপনার ফোনের রেডিয়েশনের মাত্রা।
জেনে নিন আপনার মোবাইলের রেডিয়েশন লেভেল
Reviewed by monir
on
১১:২৩ PM
Rating:

কোন মন্তব্য নেই: