আপনি জানেন কি?
পৃথিবীতে যত প্রকার জীব আছে, তার মধ্যে মানুষের
মস্তিষ্কের ওজন সবচেয়ে বেশি। এখানে মূলত দেহের ওজনের অনুপাতে মস্তিষ্কের ওজনের কথা
বলা হচ্ছে। হাতির মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক অপেক্ষা বৃহৎ হলেও হাতির মস্তিষ্ক তার
দেহের শতকরা ০.২৫ ভাগ মাত্র, যেখানে মানুষের মস্তিষ্ক তার
দেহের ওজনের শতকরা ২ ভাগ।
এবারে জেনে নেওয়া যাক মানুষের মস্তিষ্কের কিছু কার্যক্ষমতাঃ
১। মানুষের মস্তিষ্কের প্রতি সেকেন্ডে ১০১৫ টি হিসাব করার ক্ষমতা
আছে।
২। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় ৭০,০০০ বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম।
৩। মস্তিষ্কে একশ বিলিয়ন নিউরন
রয়েছে। এই নিউরনে তথ্য চলাচলের সর্বনিম্ন গতিবেগ হলো প্রায় ২৫৮.৫ মাইল/ঘণ্টা।
৪। ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্ন
মোট শক্তির ২০ ভাগেরও বেশী খরচ করে সে একাই।
SEE This For Detais:
Power Of Brain
Reviewed by monir
on
১১:৪৩ PM
Rating:

কোন মন্তব্য নেই: