How to render Video with 60FPS in Camtasia । কিভাবে ক্যামটাসিয়াতে ৬০ এফপিএস এ ভিডিও রেন্ডার করবেন


আমরা অনেকেই ভিডিও ইডিট করে থাকি Camtasia এর মাধ্যমে।


তো যদি আপনি এই Camtasia এর মাধ্যমে আপনার ভিডিওকে 60FPS এ রেন্ডার করতে চান তাহলে আপনি কিভাবে করবেন তা জানবেন এই আর্টিকেল থেকে।

 

প্রথমত আপনাকে জানতে হবে আপনার Camtasia সফটওয়্যারটির ভার্সন কত। কারণ Camtasia 2018 এর আগের কোন ভার্সনে আপনি 60FPS এ ভিডিও রেন্ডার করতে পারবেন না। আর তাই আপনাকে অবশ্যই Camtasia 2018 অথবা তার পরবর্তী ভার্সন এর সফটওয়্যার এর প্রয়োজন হবে।

 

এখানে আপনাদের আরো জানিয়ে রাখা ভালো যে, আপনারা Camtasia সফটওয়্যারটি দ্বারা 60FPS এ ভিডিও রেন্ডার করতে পারবেন তবে 60FPS এ স্কিন রেকর্ড করতে পারবেন না।

 

তো, 60FPS এ ভিডিও রেন্ডার করতে প্রথমে একটি Preset তৈরি করে নিন। Preset তৈরি করার জন্য প্রথমে ডান দিকে Share এ ক্লিক করুন এবার Local File এ ক্লিক করুন এবার drop down থেকে Add/Edit Preset সিলেক্ট করুন Production Presets এর নিচে দেখুন New নামে একটি অপশন সেখানে ক্লিক করুন। এবার আপনার Preset এর একটি নাম দিন, চাইলে বর্ণনা ও দিতে পারেন Description বক্স এ। অবশ্যই File Format : MP4 – Smart Player (HTML5) রাখবেন এবার Next এ ক্লিক করুন। Controller থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন। Size থেকে ডান দিকে আপনার ভিডিও যেই কোয়ালিটি করতে চান সেই সাইজ দিয়ে দিন। নিচে আপনাদের সুবিধার্থে সাইজ এর একটি মেনু দেয়া হলোঃ

Video Resolutions:

Video Resulation

এবার Video Settings থেকে Frame Rate: 60 করে দিন এবং বাকী সব যেমন আছে তেমন রেখে Next দিন এবং Finished এ ক্লিক করুন।

 

এবার আপনার ভিডিও ইডিট শেষে শেয়ার এ যান Local File এ ক্লিক করুন এবার drop down থেকে আপনার তৈরিকৃত Presets সিলেক্ট করুন এবং 60FPS এ রেন্ডার করুন আপনার ভিডিও।

 

আরো ভালোভাবে বুঝতে চাইলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন ।

ধন্যবাদ

How to render Video with 60FPS in Camtasia । কিভাবে ক্যামটাসিয়াতে ৬০ এফপিএস এ ভিডিও রেন্ডার করবেন How to render Video with 60FPS in Camtasia । কিভাবে ক্যামটাসিয়াতে ৬০ এফপিএস এ ভিডিও রেন্ডার করবেন Reviewed by Teller on ১১:৫২ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.