আমরা অনেকেই লোগো
ডিজাইন করে থাকি বা ফ্রিলান্সিং করে থাকি।
অনেক সময় আমাদের
কাছে ক্লাইন্ট সোসাল মিডিয়া কিট চেয়ে থাকে বা আমরা এমন কিছু অর্ডার পাই যেখানে
তারা আমাদের কাছে সোসাল মিডিয়া কিট চেয়ে থাকে।
তো সর্বপ্রথম
আমাদের যা জানতে হবে তা হলো সোসাল মিডিয়া কিট কি?
আমরা সবাই
ফেসবুক, টুইটার ইত্যাদির সাথে পরিচিত। এগুলোকে আমরা সোসাল মিডিয়া বা সোসাল
প্লাটফর্ম বলে থাকি। আর এখানে বর্তমানে খুব ভালো ব্যবসা করা যাচ্ছে তা ও আমরা অবগত
আছি।
সোসাল
মিডিয়াগুলোতে যেভাবে ব্যবসায় প্রোফাইল তৈরি করে একটি সোসাল সপ তৈরি করা যায় তাকেই
মূলত সোসাল কিট বলে।
অবশ্য সোসাল কিট
এ যে সকল আইটেম থাকে তার মধ্যে প্রোফাইল পিকচার ও কভার পিকচারটাকেই বেশি প্রাধান্য
দেয়া হয়।
তবে যেহেতু
প্রতিটি প্লাটফর্ম তাদের নিজস্ব একটি মাপকাঠি দিয়ে দেয় তাদের প্রোফাইল ও কভার তৈরি
করার জন্য, সেহেতু আমাদেরকে সেই সকল সাইজ মাথায় রেখেই সোসাল মিডিয়া কিট তৈরি করতে
হবে।
সোসাল মিডিয়া কিট
এ আমরা যে সকল প্লাটফর্মগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকিঃ
(১) ফেসবুক এর
প্রোফাইল এবং কভার ফটো।
(২) টুইটারের
প্রোফাইল এবং কভার ফটো।
(৩)
ইন্স্টাগ্রামের প্রোফাইল ফটো।
(৪) লিংডইন এর
প্রোফাইল, কভার, বিজনেজ পেইজের হিরো ইমেজ, থামন্বেল ফটো।
(৫) ইউটিউবের প্রোফাইল
এবং কভার ফটো।
এই ৫টি প্লাটফর্মকেই
মূলত প্রাথমিকভাবে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তবে ক্লাইন্ট এর বাইরে ও যদি কোন
প্লাটফর্ম এর কিট চায় তবে তাকে তা দিতেই হবে। এক্ষেত্রে আমরা গুগলের সাহায্যে নিয়ে
এইগুলো তৈরি করতে পারি।
আমি আপনাদের
সুবিধার্থে সোসাল কিট এর একটি জিপ ফাইল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে
ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন।
ধন্যবাদ
!!!Download Now!!!
Social Media Kit | Free Download
Reviewed by monir
on
৩:১২ PM
Rating:
